নরসিংদীতে কারামুক্ত বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে সংবর্ধনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গ্রেপ্তার হওয়া নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ প্রায় দেড়শত নেতাকর্মী কারামুক্ত হওয়ায় তাদেরকে সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার বিকালে রায়পুরা উপজেলার মরজাল এলাকায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে কারামুক্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ ১৪৩ জনকে পৃথকভাবে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এম এন জামান, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাপ মঞ্জু, রায়পুরা পৌর বিএনপির আহ্বায়ক ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/ ইএইচ)
মন্তব্য করুন