ভালুকায় ৮০ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি আটক

ময়মনসিংহের ভালুকায় ৮০ বোতল ফেনসিডিলসহ রাব্বি নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার হবিরবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাব্বি ময়মনসিংহের ফুলপুর থানার বাহাদুরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার সকালে আটককৃত রাব্বিকে আদালতে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনসিডিল ক্রয় বিক্রয়ের সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় ফরহাদ নামে একজন পালিয়ে গেছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন