সিংড়ায় নিষিদ্ধ এয়ারগান ও গুলি জব্দ, মুচলেকা দিয়ে ছাড়া পেলো শিকারি

রাতের বেলায় বাঁশ বাগানে পাখি শিকারের সময় হাতে নাতে আটক করে মো. ইনক নামের এক পাখি শিকারির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে একটি নিষিদ্ধ এয়ারগান ও গুলি।
বুধবার রাতে নাটোরের সিংড়া পৌর শহরের দমদমা গোরস্তান এলাকা থেকে তাকে আটক করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে ওই শিকারিকে সতর্ক করে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং পাখি শিকার বন্ধে রাতেই সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, দমদমা গোরস্তান এলাকায় গত কয়েক দিন ধরে রাতের বেলায় নির্বিচারে পাখি শিকার করা হচ্ছে বলে খবর দেন স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের নির্দেশে ওই শিকারিকে ধরতে ছদ্মবেশে অভিযান চালানো হয়। রাতে গুলির শব্দ ও পাখির ছোটাছুটির শব্দ পেয়ে বাঁশ বাগানের মধ্য থেকে এক পেশাদার শিকারিকে আটক করা হয়।
সিংড়ার ইউএনও মাহমুদা খাতুন বলেন, চলনবিলে পাখি ও প্রকৃতি বাঁচাতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। আর প্রশাসনের এই কাজকে সব সময়ই সহযোগিতা করছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। জব্দকৃত এয়ারগানটি ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন