বিপিএল: খুলনার বিপক্ষে টস জিতে বোলিংয়ে সাকিবের রংপুর

আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের দশম আসরের সিলেট পর্বের খেলা। সিলেট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর। রংপুরের একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
চলতি বিপিএলের ঢাকা পর্বে দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারায় তারা। আফিফ, জয়, এভিন লুইস, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম, দাশুন শানাকাদের নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের শক্ত দল খুলনা।
অন্যদিকে ঢাকা পর্বে দুই ম্যাচ খেলে একটিতে জয় ও আরেক ম্যাচে পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আছে সাকিবের রংপুর। চোখের সমস্যায় ভুগতে থাকা সাকিব সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়ে ফিরেছেন। তবে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রংপুর রাইডার্সের অনুশীলনে ছিলেন না তিনি। তবে, ম্যাচের আগের দিন সিলেটে টিম হোটেলে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরেছেন তিনি।
রাইডার্স শিবিরে রয়েছেন আরও এক মেগাস্টার বাবর আজম। অনুশীলনে তাকে নিয়ে বাড়তি আগ্রহ সবার। তবে, রংপুরেও সাকিব-বাবরের পাশাপাশি আছেন মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, সোহান, শামীম, মেহেদী, হাসানরা। তাই অপেক্ষা হাড্ডাহাড্ডি লড়াইয়ের।
লো স্কোরিং ম্যাচের জন্য মিরপুরের উইকেটের বদনাম রয়েছে। তবে, সিলেটে প্রায় সব ম্যাচই হাইস্কোরিং হবে, ইতিহাস আর প্রথমদিনের উইকেট দেখে এমনটাই ধারণা ক্রিকেটারদের।
খুলনা টাইগার্স এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শানাকা, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, মোহাম্মদ নওয়াজ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
রংপুর রাইডার্স
রনি তালুকদার, বাবর আজম, ব্র্যান্ডন কিং, নুরুল হাসান (অধিনায়ক), সাকিব আল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ নবী, মাহেদী হাসান, আজমতুল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, রিপন মন্ডল।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এনবিডব্লিউ)
মন্তব্য করুন