পত্নীতলায় কেজি দরে সরকারি বই বিক্রি

বছরের প্রথম মাসে যখন সরকার কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে নতুন বই, তখন গত বছরের অতিরিক্ত শিক্ষার্থীদের হিসাব দেখিয়ে বেশি বই নিয়ে এসে সেগুলো বই কেজি দরে বিক্রি করে দিচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ।
সরেজমিন পরিদর্শনে এমন গুরুতর অন্যায়ের প্রমাণ মিলেছে নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নে চকনোদবাটি সিদ্দিকীয়া দাখিল মাদরাসায় গিয়ে।
বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায় প্রায় কয়েক বস্তা সরকারি বই। যদিও স্থানীয় এলাকাবাসী হাতেনাতে ধরার পরও বিষয়টি অস্বীকার করছেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মনোয়ারা বেগম। তিনি জানান, বইগুলো বিক্রি সম্পর্কে আমি কিছুই জানতাম না। পরে জানতে পারি বইগুলো বিক্রি করেছে।
চকনোদবাটি সিদ্দিকীয়া দাখিল মাদরাসা থেকে বই ক্রেতাকে এলাকাবাসী রাস্তায় ভ্যান আটকিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে বই রেখে ভয়ে পালিয়ে যায়। ভাড়াকৃত ভ্যানে বই বহন করে নিয়ে যাওয়া চালক জানান, কেজি দরে ওই বইগুলো কিনেছেন। সে হিসেবে মাদরাসার শিক্ষক বই ক্রেতার কাছ থেকে বুঝে নিয়েছেন ৬৫০০ টাকা। তবে এগুলো বিক্রয় করা যে অবৈধ তা জানেন না পুরোনো বই ক্রেতা স্বল্প শিক্ষিত ওই ব্যক্তি। যদিও নতুন কিংবা পুরোনো সব বই-ই যথাসময়ে শিক্ষা অফিস বরাবর ফেরত দেওয়ার কথা।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম জিল্লুর রহমান জানান, নতুন কারিকুলামের বই বিক্রি করতে পারবে না পুরাতন হলে বিক্রি করতে পারবে। এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, শোকজ করেছি তো, আপনার যা ইচ্ছা হয় লেখেন তো।
উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার জানান, পুরাতন বই অনুমতি ছাড়া বিক্রি করা যাবে না। আমি বিষয়টি দেখতেছি।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন