ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ আ.লীগকে বিজয়ী করেছে: এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ২০:৪৫
অ- অ+
নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এনামুল হক শামীম।

ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ আওয়ামী লীগকে বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন সাবেক পানি সম্পদ উপমন্ত্রী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

শুক্রবার বিকালে শরীয়তপুরের সখিপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্তব্য করেন তিনি।

শামীম বলেন, জনগণ প্রমাণ করে দিয়েছে তারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে উল্লেখ করে সাবেক উপমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। একই সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বিশ্বে অনন্য এক রেকর্ড গড়েছেন।

এনামুল হক শামীম আরও বলেন, ২০০৯ সাল থেকে পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নতি হয়েছে। এসময় চক্রান্ত ষড়যন্ত্র উপেক্ষা করে দুর্বার ছুটে চলা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বনেত্রী হিসেবে আখ্যায়িত করে তিনি। বলেন, শেখ হাসিনা এক নতুন বাংলাদেশের রূপকার।

শুভেচ্ছা বিনিময়কালে নড়িয়া-সখিপুরের মানুষকে উদ্দেশ্য করে শামীম বলেন, আপনারা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ নৌকার প্রশ্নে কখনো আপস করেননি। আগামী দিনেও আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে নড়িয়া-সখিপুরকে স্মার্ট এলাকায় রূপান্তরিত করবো।

সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জিতু মিয়া, আনোয়ার হোসেন বালা, মোজাম্মেল হক মোল্যা, নাসির সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, শাহজালাল মাল, নুরুল আমিন দেওয়ান, ইউনুস মোল্যা, আলম সরদার, সখিপুর থানা যুবলীগের আহ্বায়ক খালেক খালাসী, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ পলাশ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান খোকন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক রাজু সরদার, ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার সাধারণ সম্পাদক ইমরান ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকে সখিপুর চরভাগা ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে উন্নয়ন কর্মকাণ্ড দেখেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ, কেন এ ‘ব্ল্যাক আউট’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মুখপাত্র
গণহত্যা দিবসে জাতীয় পর্যায়ে পালন হবে যেসব কর্মসূচি
আজ জাতীয় গণহত্যা দিবস, কী ঘটেছিল একাত্তরের সেই কালরাতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা