বিয়ের দিন বাড়ির ছাদ থেকে পড়ে কনে নিহত

টঙ্গী-পূবাইল(গাজীপুর)প্রতিনিধি
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ২২:০১| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২২:২২
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে বিয়ের দিন বাড়ির ছাদ থেকে পড়ে সাদিয়া আক্তার (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে টঙ্গীবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ঢাকার দোহার থানার আব্দুল বাশার বাচ্চুর মেয়ে। সে মিরপুর বাংলা কলেজের অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তারা স্বপরিবারে টঙ্গী বাজার এলাকার সাইদ মাদবরের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাদিয়া বিকালে বাড়িওয়ালার বাসা থেকে চাবি নিয়ে সাত তলা ভবনের ছাদে উঠে বাচ্চাদের নিয়ে খেলা করছিলেন। গতকাল বৃহস্পতিবার তার গায়ে হলুদ হয়। আজ শুক্রবার রাতে বিয়ের কাবিন হওয়ার কথা ছিল।

নিহতের ছোট বোন সামিয়া বলেন, আপুর সাথে আমিও ছাদে ছিলাম। আপু রেলিংয়ে বসে চুল শুকাচ্ছিল। আমি আপুকে সতর্ক করে বাসায় চলে আসি। এর কিছুক্ষণ পর ছাদ থেকে পড়ে আপুর মারা যান।

নিহতের মা তাহমিনা বেগম বলেন, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। আমরা যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি তারও পছন্দ ছিল। আমরা মেয়ের বিয়ে নিয়ে কোনো জোর জবরদস্তি করিনি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা