নগরকান্দায় কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবুল মোল্যা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার ভোরে নগরকান্দার কুঞ্জিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাবুল মোল্যাহ সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের রুস্তম মোল্যার ছেলে।
শুক্রবার বিকালে ফরিদপুর র্যাব-১০ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এই তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাবুল মোল্যা একটি ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন