ফেরি ডুবিতে নিহত হুমায়ুনের পরিবারকে পিরোজপুর পুলিশ সুপারের সহায়তা প্রদান

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ২২:৫৫| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২২:৫৮
অ- অ+

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম রজনীগন্ধা ফেরি ডুবির ঘটনায় নিহত দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের পরিবারকে সহায়তা প্রদান করেছেন।

শুক্রবার বিকালে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মাটিভাংগা গ্রামে হুমায়ুন কবিরের গ্রামের বাড়িতে গিয়ে তিনি এ সহায়তা প্রদান করেন। এ সময় শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তিনি। সহায়তা হিসেবে হুমায়ুনের স্ত্রীর হাতে জেলা পুলিশের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা এবং খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, মো. মুকিত হাসান খান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আশিকুজ্জামান, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মুহাম্মদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সহায়তা প্রদানকালে নিহত হুমায়ুন কবিরের ছেলে মেয়ের পড়া লেখার জন্য যথাসাধ্য চেষ্টা করার কথাও জানান পুলিশ সুপার পুলিশ।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বুধবার সকালে পাটুরিয়া ঘাটের অদূরে রজনীগন্ধা নামের ফেরিটি ডুবে গিয়ে ফেরির সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবির মারা যান। এ ঘটনার ৫ দিন পর ২২ জানুয়ারি বিকালে হুমায়ুন কবিরের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পরদিন তার গ্রামের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে দাফন করা হয়।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা