১১শ বিয়ে পড়ানোর পর বিয়ের পিঁড়িতে বসলেন কাজি

রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৪, ২২:৪২| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:১৮
অ- অ+

বিয়ে করেছেন লক্ষ্মীপুরের কাজি মামুনুর রশিদ। তবে এ বিয়ে অন্য দশটি বিয়ের মতো ছিল না। বিশেষ একটি কারণে বিয়েটি স্থানীয়দের মাঝে বেশ আলোচিত হচ্ছে।

কাজি মামুন সিদ্ধান্ত নিয়েছিলেন একহাজার বিয়ে পড়ানোর পর নিজে বিয়ের পিঁড়িতে বসবেন। কথা রেখেছেন তিনি। একহাজার নিরানব্বইটি বিয়ে পড়ানোর পর নিজে বিয়ে করেছেন।

গেলো শনিবার দুপুরে লক্ষ্মীপুর ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার বিয়ের কাজ সম্পন্ন হয়।

কাজি মামুনুর রশীদ লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মৌলবি আব্দুল্লাহ সাহেবের বাড়ির কাজী মাওলানা মোতাসিম বিল্লাহর ছেলে।

অন্যদিকে কনে কানিজ ফাতেমা লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির মকবুল আহমেদের মেয়ে।

জানা যায় ২০১৭ সালে কাজি মামুনুর রশীদ বাবার হাত ধরে কাজি পেশার সঙ্গে যুক্ত হয়ে এ পর্যন্ত ১০৯৯ টিয়ে বিয়ে পড়িয়েছেন। যদিও আজ রবিবার তার বৌভাতের দিনেও তিনি দুইটি বিয়ে পড়িয়েছেন।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
সিগারেট অত্যন্ত সস্তা-সহজলভ্য, করারোপ ও মূল্যবৃদ্ধি জরুরি
সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা