১১শ বিয়ে পড়ানোর পর বিয়ের পিঁড়িতে বসলেন কাজি

বিয়ে করেছেন লক্ষ্মীপুরের কাজি মামুনুর রশিদ। তবে এ বিয়ে অন্য দশটি বিয়ের মতো ছিল না। বিশেষ একটি কারণে বিয়েটি স্থানীয়দের মাঝে বেশ আলোচিত হচ্ছে।
কাজি মামুন সিদ্ধান্ত নিয়েছিলেন একহাজার বিয়ে পড়ানোর পর নিজে বিয়ের পিঁড়িতে বসবেন। কথা রেখেছেন তিনি। একহাজার নিরানব্বইটি বিয়ে পড়ানোর পর নিজে বিয়ে করেছেন।
গেলো শনিবার দুপুরে লক্ষ্মীপুর ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার বিয়ের কাজ সম্পন্ন হয়।
কাজি মামুনুর রশীদ লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬নং ওয়ার্ডের মৌলবি আব্দুল্লাহ সাহেবের বাড়ির কাজী মাওলানা মোতাসিম বিল্লাহর ছেলে।
অন্যদিকে কনে কানিজ ফাতেমা লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়ির মকবুল আহমেদের মেয়ে।
জানা যায় ২০১৭ সালে কাজি মামুনুর রশীদ বাবার হাত ধরে কাজি পেশার সঙ্গে যুক্ত হয়ে এ পর্যন্ত ১০৯৯ টিয়ে বিয়ে পড়িয়েছেন। যদিও আজ রবিবার তার বৌভাতের দিনেও তিনি দুইটি বিয়ে পড়িয়েছেন।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন