নাটোরে পাজেরোর ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৪, ১৪:৩৫
অ- অ+

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পাজেরো জিপ গাড়ির ধাক্কায় মফিজুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে বনপাড়া- হাটিরুল মহাসড়কের বনপাড়া মহিষভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজুল ইসলাম রাজশাহীর বহরামপুর এলাকার আনসার আলী ছেলে। তিনি বনপাড়া পৌরসভার দিয়াপাড়া আদর্শ গ্রামে স্ত্রী নিয়ে বসবাস করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন বলেন, মফিজুল ভ্যান নিয়ে মহিষ ভাঙ্গা এলাকায় যাওয়ার জন্য মহাসড়ক পারা হচ্ছিলেন। একটি ট্রাক চলে যাওয়ার পর ভ্যান নিয়ে মহাসড়কে উঠছিলেন। এসময় ঢাকা থেকে রাজশাহী গামী পাজেরো জিপ (ঢাকা মেট্রো ঘ ১২-১২৩২) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, পাজেরো জিপটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/৩০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা