ঝিনাইদহে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর, ৫টিকে জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৭:৪৫ | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৪, ১৭:৪৪
ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকূপা উপজেলায় ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুটি ইটভাটা এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৫টি ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, এমন অভিযান জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।
(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এআর)