গণতন্ত্রের স্বার্থে সংসদে শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন: ড. রাশেদা রওনক খান

গণতন্ত্রের স্বার্থে সংসদে শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ড. রাশেদা রওনক খান। তিনি বলছেন, যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হয়নি, এবং অংশ নেওয়া দলগুলোর মধ্যে জাতীয় পার্টি একক দল হিসেবে সর্বোচ্চ ১১টি আসন পেয়ে বিরোধীদল হয়েছে। তাই এই অল্প সংখ্যক সদস্য নিয়েই সংসদে তাদের শক্তিশালী ভূমিকা রাখা প্রয়োজন, যা তাদের জন্য অনেকটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। গণতন্ত্রের স্বার্থেই এটা প্রয়োজন। তবে জাতীয় পার্টির জন্য এটি একটি বড় সুযোগ সৃষ্টি হল নিজেদের রাজনৈতিক দূরদর্শিতা প্রমাণের।
গত সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
ড. রাশেদা রওনক খান বলেন, ‘বাংলাদেশে এই সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতি উন্মোচিত হতে যাচ্ছে। এতে করে গণতন্ত্রের যে গতানুগতিক চর্চা তা অনেকটাই হোঁচট খাবে। গণতন্ত্রের যে চর্চাটা ছিল ভিন্ন মতের, ভিন্ন দলের, সেই জায়গায় মতের ভিন্নতার বদলে একাত্মতার সংস্কৃতি তৈরি হবার আশঙ্কা আছে। যে দলেরই হোক সংসদে একটা শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন, যারা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। কিন্তু এটাও সত্য যে বিরোধী দল নিজ থেকেই সরিয়ে রাখল নিজেদের রাজনৈতিক মাঠ থেকে। বিরোধী দল যদি নির্বাচনে আসত তাহলে তো তাদেরও ভয়েস থাকত, ভিন্নমত পোষণের একটা জায়গা থাকত। এখন তো আর জয়ী দলের দোষ দেওয়া যাবে না, যে তারা কেন জয়ী হয়েছে। তারা তাদের রাজনৈতিক কৌশল প্রয়োগের মাধ্যমে জয়ী হয়েছে। এখন বিরোধী দল নির্বাচনে আসেনি, এটা তো বিএনপির জন্যই অনেক সমস্যা তৈরি হলো।’
গণতান্ত্রিক চর্চা নিয়ে আক্ষেপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘এখন নতুন রাজনৈতিক সংস্কৃতি অনেকটাই নির্ভর করছে বিরোধীদল কারা গঠন করবে এবং সংসদে তাদের ভূমিকা কতটুকু শক্তিশালী হবে তার উপর।’
(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/টিআই/কেএম)

মন্তব্য করুন