নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম আমিন উল ইসলাম (২৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটিইউ সদস্যরা অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ধুরাইল বাজার এলাকা থেকে আমিন উল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
আমিন উল ইসলাম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আইডি ব্যবহার করে জঙ্গি প্রশিক্ষণ ভিডিও, জিহাদের ময়দানে শরিক হওয়ার আহ্বানসহ বিভিন্ন উগ্রবাদী কন্টেন্ট পোস্ট দিয়ে জঙ্গি সংগঠনটির পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল। এমনকি সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য জনসমর্থন আওতায় নতুন সদস্য সংগ্রহ করতেন।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে হালুয়াঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।
(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এএম/এসএম)