দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০১| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭
অ- অ+

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ক্রমেই বাড়ছে মুসল্লিদের ভিড়। রবিবারের এই দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনার কথা রয়েছে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদের।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, আজ সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ- এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

শেষ পর্বের ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাস, ট্রেন, ট্রাক, লঞ্চ, নৌকাযোগে আবার কেউবা পায়ে হেঁটে ইতোমধ্যেই দলে দলে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। আখেরি মোনাজাতে অংশ নিতে পুরুষদের পাশাপাশি নারীরাও ইজতেমা ময়দানের প্রবেশপথে মিলগেট এলাকায় মুন্নু টেক্সটাইল রোডের মাথায় রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছেন। মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এমন ঢল অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশকিছু নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ রয়েছে ইজতেমা ময়দানের আশপাশের সড়কে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম জানান, প্রথম পর্বের মতো এ পর্বেও নিরাপত্তা ব্যবস্থা একইভাবে অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহের ভালুকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন 
মুশফিক-রিয়াদরা মাঠ থেকে বিদায় না নেওয়ায় আক্ষেপ মিরাজের
পর্তুগালের প্রবাসী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা  
সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা