কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

ক্রীড়া্ ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৩

ফুটবলে বাংলাদেশকে প্রথম আন্তর্জাতিক শিরোপা এনে দেয়া অধিনায়ক মোনেম মুন্না। বাংলাদেশের কিংবদন্তি এই ফুটবলারের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশ-ভারত দুই দেশেই ছিল যার তুমুল জনপ্রিয়তা। কলকাতার হোটেল, মাঠ কিংবা যেকোনো অনুষ্ঠানে মুন্না মানেই মানুষের ভিড়।। ২০০৫ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

দেশ ছাপিয়ে উপমহাদেশে যেকজন ফুটবলার লাল সবুজের বড় বিজ্ঞাপন হতে পেরেছিলেন তাদের একজন মোনেম মুন্না। রাইটব্যাক, লেফটব্যাক কিংবা মাঝমাঠ; সব পজিশনেই খেলতে পারতেন তিনি। বাঘা বাঘা ফরোয়ার্ডদের কাছে এক আতঙ্কের নাম ছিলেন ‘কিংব্যাক’ খ্যাত মুন্না।

১৯৮১ সালে পাইওনিয়ার লিগ দিয়ে ফুটবলে অভিষেক হয় তার। আশির দশকের মাঝামাঝি সময়ে পেশাদার ফুটবলে উত্থান। প্রথম দুই মৌসুম মুক্তিযোদ্ধায়, এরপর এক মৌসুম ব্রাদার্স ইউনিয়নে খেলেন। ১৯৮৭ সালে তিনি যোগ দেন ঢাকা আবাহনীতে। সেখানেই গড়ে তোলেন নিজের ফুটবল ক্যারিয়ার। জীবনের শেষদিন পর্যন্ত আবাহনীর সঙ্গেই জড়িয়ে ছিলেন। ১৯৯১ সালে দলবদলে মুন্না আবাহনীর হয়ে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক পান, যা ছিল ওই সময়ে পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক অনন্য রেকর্ড।

১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন। এরপর দুই-একটি ম্যাচ বাদ দিলে টানা ১৯৯৭ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন এই ডিফেন্ডার। ১৯৯০ সালে বেইজিং এশিয়ান গেমসে মুন্না প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান। ১৯৯৫ সালে তার নেতৃত্বে বাংলাদেশ মিয়ানমারে অনুষ্ঠিত ৪ জাতির টাইগার ট্রফি জয়লাভ করেছিল। যা দেশের ফুটবলের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক শিরোপা।

২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি কিডনির সমস্যা নিয়ে মৃত্যুবরণ করেছিলেন তিনি। এমন একজন কিংবদন্তির মৃত্যু বার্ষিকীতে তাকে স্মরণই করেনি দেশের ফুটবলের অভিভাবক সংস্থা- বাফুফে।

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :