মেঘনায় ট্রলার থেকে ৩ হাজার ১শ কেজি জাটকা জব্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৩ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার বিকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলু হকের নেতৃত্বে জেলার মতলব উত্তর এখলাছপুর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোরচর হতে ঢাকাগামী দুটি কাঠের ট্রলার তল্লাশি করে ৩ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ ৩০ হাজার টাকা বলে জানান তিনি।
তিনি আরও বলেন, পরবর্তীতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদরাসা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন