ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

​​​​​​​ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৫ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৫

ফরিদপুরে মেহেদী হাসান মিন্টু (৫০) নামে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

সোমবার সকাল ১১টায় দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খালিদ হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মিন্টু ফরিদপুর সদর উপজেলার ৫নং ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। এছাড়া তিনি একই উপজেলার আইজউদ্দিন মাতব্বরের ডাঙ্গী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

অবৈধ উপায়ে এক কোটি লাখ ৪৮ হাজার ১৭২ টাকা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬() ২৭ () ধারায় দুদক মামলাটি রুজু করেন।

ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূতভাবে এক কোটি লাখ ৪৮ হাজার ১৭২ টাকার স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি দায়ের করেছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :