সোনারগাঁয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৬
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. পনির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার ভোরে উপজেলার বৈদ্যোরবাজারের খামারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি পনির উপজেলার বৈদ্যের বাজার এলাকার খামারগাঁ এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, ২০১৫ সালে পনিরের বিরুদ্ধে মাদক মামলা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হলে প্রায় দেড় মাস জেল খেটে তিনি জামিনে মুক্তি পান। এরপর তিনি মামলার কোনো শুনানিতে হাজির হননি। পরবর্তীতে আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড দেন। জামিনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সাত বছরের সাজাপাপ্ত পলাতক আসামি পনিরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

(ঢাকা টাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা