বগুড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২২
অ- অ+

বগুড়ার গাবতলীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় বাড়ির গোয়াল ঘরে থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম কাবাশি বেওয়া (৭৫)। মোস্তাফিজারের শাশুড়ি এবং ওই গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম এবং স্থানীয় লোকজন যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস থেকে আমাদের জানানো হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এছাড়া বাড়ির লোকজন জানিয়েছেন গোয়াল ঘরের বৈদ্যুতিক বাল্বের বিস্ফোরণের ফলে পাট খড়িতে আগুন লেগে এই আগুনের সূত্রপাত হয়েছে। এরপরেও আমরা আমাদের মতো করে তদন্ত করছি।

পরিবারের লোকজনের বরাত দিয়ে ওসি আরো জানান, ওই বাড়িতে চারজন ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পাওয়ার পর তারা নিহত কাবাশি বেওয়াসহ বাইরে বের হন। কিন্তু পরবর্তীতে তিনি আবারও ভেতরে প্রবেশ করে থাকতে পারেন। লাশ ও গরুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে সংশ্লিষ্ট চিকিৎসক কর্তৃক পরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

(ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম
তথ্য সুরক্ষিত রয়েছে: ব্র্যাক ব্যাংক  
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা