একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি আ.লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৫০ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪৫

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার রাত সোয়া ১২টায় দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,জাতীয় সংসদের উপনেতা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ফারুক খান, শাজাহান খান, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হকসহ কেন্দ্রীয় কমিটির নেতারা।

এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর

দ্বিতীয়বার দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ

নেতাকর্মীদের নিয়ে নিয়ে শ্রদ্ধা জানান।

পরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সংসদের বিরোধী দলীয় নেতা, তিন বাহিনী প্রধান, পুলিশের আইজি, উপাচার্যের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি শিক্ষক সমিতি এবং অন্যান্য সংগঠন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ নানা বয়স ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান।

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

শুধু ঢাকা নয়, সারা দেশেই মানুষ শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে ভাষা শহীদদের স্মরণ করছে।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে ভাষা শহীদদের আত্মত্যাগের দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস হিসেবে পালন হয়ে আসছে। তবে দেশের গণ্ডি ছাড়িয়ে অমর একুশে এখন পালিত হচ্ছে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে।

১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/জেএ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :