আবারও সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫২| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৬
অ- অ+

রাজধানীতে আবারও সুন্নতে খৎনা করাতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর ঘুম ভাঙেনি শিশুটির। মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে এমন ঘটনা ঘটেছে।

নিহত শিশুর নাম আহনাফ তাহমিন আয়হাম। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণিতে পড়তো।

শিশু আয়হামকে সুন্নতে খৎনা করাতে মঙ্গলবার রাত ৮টার দিকে ভর্তি করা হয় মালিবাগে অবস্থিত জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেককাপ সেন্টারে। সেখানে ঘণ্টা খানেকের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।

আয়হামের বাবা ফখরুল আলম বলেন, ‘অ্যানেস্থেসিয়া দিতে নিষেধ করার পরও সেটি শরীরে পুশ করেন ডাক্তার মুক্তাদির।’

তার অভিযোগ, ‘এই মৃত্যুর দায় মুক্তাদিরসহ হাসপাতাল কর্তৃপক্ষ সবারই।’

সন্তান হারিয়ে পাগলপ্রায় বাবা ফখরুল ও মা খায়কুন নাহার চুমকি। বাবা ফখরুল কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘বারবার বলেছি আমার ছেলেকে যেন ফুল অ্যানেস্থেসিয়া না দেওয়া হয়।’

এদিকে ঘটনার পরই পালিয়েছেন অভিযুক্ত ডা. এস এম মুক্তাদির (অর্থোপেডিক ও ট্রমা সার্জন), যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সংযুক্ত বলে জানা গেছে।

এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করাতে গিয়ে টানা ৮ দিন লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিবেশী দেশের কাছ থেকে সবসময় ভালো আচরণ প্রত্যাশা করি: ফারুক
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে: অভিযোগ জেলেনস্কির
নিবন্ধন ফিরে পেল জাতীয় গণতান্ত্রিক পার্টি 
মোহাম্মদপুরে বিশেষ অভিযান: মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা