তানোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

তানোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৯
অ- অ+

রাজশাহীর তানোরে জিয়াউর রহমান (৪২) নাসে সাবেক এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ১টার দিকে তানোর উপজেলার বিলশহর এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

নিহত জিয়াউর রহমান উপজেলার তালন্দ ইউনিয়নের বিলশহর এলাকার মৃত মোহর মণ্ডলের ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন-তালান্দু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীর স্ত্রী আয়েশা আক্তার সুমি (৩৫), একই এলাকার লুৎফর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩০) ও আলাউদ্দিনের ছেলে সোহাগ (২৬)।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নিহত জিয়াউর রহমানের মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহটি বিলশহর এলাকার মরশের দোকানের পাশে থেকে রাত দেড়টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

নিহত জিয়াউরের বড় ভাই রবিউল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ভাইকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে তানোর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুতেরেসের সঙ্গে বৈঠক: র‌্যাব বিলুপ্তির উদ্যোগ এবং পুতুলের নিয়োগ পুনর্বিবেচনার আহ্বান উমামার
ঈদযাত্রা: ট্রেনে ২৬ মার্চের টিকিট পাওয়া যাচ্ছে আজ
বরিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
খুলনায় দৃর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা