নগরকান্দায় ফেনসিডিলসহ তিন যুবক গ্রেপ্তার
ফরিদপুরের নগরকান্দায় ফেনসিডিলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার সকালে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরকান্দা উপজেলার জয়বাংলা বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিবহনে অভিযান চালিয়ে তাদের আটক করার পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- ভাঙ্গার হাসামদিয়া এলাকার শাওন আহম্মেদ (৩৭), ভাংগা টাউন হাসামদিয়া এলাকার সাজ্জাদ হোসেন (৩৯) ও যশোরের বেনাপোল উপজেলার পুটখালী এলাকার জাহিদ হাসান (২৪)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, নগরকান্দার জয়বাংলা বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নব্বই বোতল ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)
মন্তব্য করুন