চরআড়ালিয়া ইউপি নির্বাচনে ভোট ৯ মার্চ, প্রতীক পেয়ে মাঠে প্রার্থীরা

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৩| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৮
অ- অ+

নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনি তফসিল অনুযায়ী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শেষ হয়েছে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম।

এদিন ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্য পদে ৩৫ জনের প্রতীক ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার আজাহারুল ইসলাম।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারের স্ত্রী মাসুদা জামান, আনারস প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে মাঠে ভোটযুদ্ধে নেমেছেন ছাত্রলীগ নেতা সজীব সরকার।

প্রতীক বরাদ্ধ পাওয়ার পর থেকে কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রার্থণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীসহ সমর্থকরা। এদিকে ভোটাররাও দীর্ঘদিনে অবহেলিত চরআড়ালিয়াকে ঢেলে সাজানোর লক্ষে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের কথা ভাবছেন তারা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চর আড়ালিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭ শত ৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৫৪ এবং মহিলা ভোটার হচ্ছে ৬ হাজার ১০০ একজন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা