সুনামগঞ্জে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৫
অ- অ+

পুকুর থেকে হাঁস তাড়িয়ে দেওয়ায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় প্রতিবেশীর ছুরিকাঘাতে রঞ্জিত দাস (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার পলাশ ইউনিয়নের পেরিনগরে এ ঘটনা ঘটে।

নিহত রঞ্জিত দাস উপজেলার পলাশ ইউনিয়নের পেরিনগর গ্রামের জয় কুমার দাসের ছেলে।

এই ঘটনায় একই গ্রামের অধীর দাসের ছেলে ঘাতক অজিত দাসকে গ্রেপ্তার করেছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দুপুরে রঞ্জিত দাস তার নিজের পুকুর থেকে প্রতিবেশী অধীর দাসের ছেলে অজিত দাসের (২৬) হাঁসের পাল তাড়িয়ে দেয়। এ নিয়ে অজিত দাসের (২৬) সঙ্গে কথা কাটাকাটি হয় রঞ্জিত দাসের। এক পর্যায়ে অজিত দাস ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ছুরি দিয়ে রঞ্জিত দাসের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান রঞ্জিত দাস। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যান অজিত দাস। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।

নিহতের বাবা জয় কুমার দাস ছেলের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযান চালিয়ে অজিত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার ঘটনায় অজিত দাসের বিরুদ্ধে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা