যে কারণে বিপিএল দেখতে পারেননি ডেভিড মিলার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৭

এবারের বিপিএলের শুরু থেকেই ডেভিড মিলারের আসার গুঞ্জন থাকলেও দক্ষিণ আফ্রিকান এই তারকা এলেন প্লে-অফের ঠিক আগে। নিজেদের শেষ ম্যাচে প্লে-অফ নিশ্চিত করেছিল ফরচুন বরিশাল। আর শেষের মঞ্চে এসে নিজেদের স্কোয়াডের শক্তিটা আবার বাড়িয়েছে দক্ষিণাঞ্চলের প্রতিনিধিরা। দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে এনেছে তারকা ব্যাটার মিলারকে।

ঢাকা পৌছেই প্রোটিয়া তারকা অপেক্ষা করেননি হোটেলে। ছুটে এসেছেন মিরপুরের একাডেমি মাঠে। এরপর সেখানে ব্যাট হাতে করেছেন অনুশীলন। সঙ্গ দিয়েছেন নতুন পুরাতন সব সতীর্থদের। পরে জানালেন বিয়ের কারণে দেখতে পারেননি বিপিএলের ম্যাচ।

বিপিএল না দেখলেও খোঁজ রেখেছেন দলের মিলার। গণমাধ্যমে বলছিলেন, 'সত্যি বলতে গেল কয়েকদিন কোনো খেলা দেখিনি। কয়েকদিনের বিরতিতে ছিলাম। সামনে আমার বিয়ে। তা নিয়ে অনেক কাজ করতে হচ্ছে। তবে আমি ক্রিকইনফোতে চোখ রাখছিলাম, পয়েন্ট টেবিলে কোথায় আছি প্লে-অফে উঠেছি কি না এসব খোঁজখবর রাখছিলাম। তবে টিভিতে খেলা দেখা হয়নি।'

বিপিএলের উইকেট নিয়ে মিলার বলেন, 'পিচ দেখতে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে! আমি চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছি। যতটা মনে আছে জার্সি ছিল গোলাপি রঙের। এক সপ্তাহের জন্য এসে তিনটি ম্যাচ খেলেছিলাম। বাংলাদেশে আসা সবসময় দারুণ স্মৃতিময়।'

মিলার নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন, 'কাল (সোমবার) খুব ভালো খেলে কোয়ালিফায়ারে জায়গা করে নিতে হবে। আমি দলে যতটা সম্ভব অবদান রাখতে চাই। আমি যেন তরুণদের থেকে শিখতে পারি, তারাও যেন আমার থেকে শিখতে পারে। ছেলেরা ভালো খেলছে, আমিও আমার ভূমিকা রাখতে চাই।'

বিপিএলে আগামীকাল সোমবার এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল। তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :