জামালপুরে শিকল পরিহিত বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৭

জামালপুরের সদরে মো. হালিম (৫০) নামে পায়ে শিকল পরিহিত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকালে উপজেলার রশিদপুর ইউনিয়নের রামদেববাড়ী শিমুলতলা মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করে নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্র।

নিহত হালিম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হাদিয়া ইউনিয়নের চাতুটিয়া কড়িআটা গ্রামের মৃত ছামানের ছেলে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে রশিদপুর ইউনিয়নের রামদেববাড়ী শিমুলতলা মোড়ে পায়ে শিকল পরিহিত লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে জামালপুর সদর থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরিবারের অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :