নরসিংদীর সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১২| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৫
অ- অ+

নরসিংদী জেলার সাইফুল ইসলামকে (৫০) গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনার প্রধান আসামি জুনায়েদকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি গাজিপুর জেলার টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে মো. জুনায়েদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। আটক জুনায়েদ শিবপুর থানার নোনাদিয়া কান্দাপাড়া নরসিংদীর জাকির হোসেনের ছেলে।

এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর রাতে গরু ব্যবসায়ী সাইফুল ইসলামকে গলা কেটে হত্যা করা হয়। ওই ঘটনায় সাইফুলের স্ত্রী বাদী হয়ে তাজুল ইসলাম ও অজ্ঞাতনামা কয়েকজন আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় এ পর্যন্ত তাজুল ও সোলাইমান নামে মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল তার সহযোগী সোলাইমান, জোনায়েদ এবং শাকিলকে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামি শাকিলকে গ্রেপ্তারের জন্য র‍্যাবের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছেন র‍্যাব-৩ এর এই অধিনায়ক।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা