ভারতের বিখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২০| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০২
অ- অ+

ভারতের বিখ্যাত গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন। দীর্ঘ রোগভোগের পর গজল সংগীতের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুতে সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সোমবার বেলা ১১টার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

এদিকে পঙ্কজ উদাসের মৃত্যুর পরপরই পরিবারের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।’

এদিকে গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতীয় সংগীতজগতের তারকারা।

ভারতীয় গায়ক সোনু নিগম ফেসবুকে লিখেছেন, ‘আমার শৈশবের একটা অংশ হারিয়ে গেল। তুমি নেই জেনে আমার হৃদয় কাঁদছে।’

পঙ্কজ উদাস ভারতের গুজরাটের বাসিন্দা ছিলেন। ১৯৮০ সালে আহত শিরোনামের একটি গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি । দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘চিঠ্ঠি আইয়ি হে’ ‘নিকলো না বেনাকাব’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, —এর মতো অসংখ্য অসাধারণ সব গজল উপহার দিয়েছেন পঙ্কজ উদাস।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এমআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ১০ মামলার এজাহারনামীয় আসামি ‘ডিবি সুমন’ গ্রেপ্তার
মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে: ইইউ
দেশের ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে বসে আছে: আমিনুল হক
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন শনিবার, অংশ নেবেন ১০ হাজার দৌড়বিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা