ইবির সহকারী প্রক্টর পদে নতুন দুই মুখ

ইবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৫
অ- অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন দুইজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক নাসির মিয়া ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আগামী এক বছরের জন্য তাদের নিয়োগ প্রদান করেছেন।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আমজাদ হোসেনের মেয়াদ (২য় বার) শেষ হওয়ায় পরবর্তী আদেশ না দেওয়ার পূর্ব পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বরত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মো. শরিফুল ইসলামের মেয়াদ (২য় বার) শেষ হওয়ায় তার স্থলে একই বিভাগের নাসির মিয়াকে এবং সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বরত হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শাহাবুব আলমের মেয়াদ (২য় বার) শেষ হওয়ায় তার স্থলে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবিরকে আগামী এক বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এছাড়া অফিস আদেশে বিদায়ী সহকারী প্রক্টরদের একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে।

প্রসঙ্গত, বর্তমানে ইবির প্রক্টরের দায়িত্বে আছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ
বোনকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজের সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা