বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৭:৫০ | প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২২

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুন লেগেছে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ছে আশপাশে। খবর পেয়ে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট যোগ দেয়। তবে পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বেইলি রোডে ডিউটিরত পুলিশের সার্জেন্ট মোহাম্মদ সাদ্দাম ঢাকা টাইমসকে বলেন, ‘কাচ্চি ভাইয়ের নিচতলার কিচেন থেকে আগুনের সূত্রপাত। ৪০-৫০ জনের মতো আটকা পড়েছে। বের হয়েছে আনুমানিক ২০ জন।’

একই ভবনের সেকলি রেস্টুরেন্টের কয়েকজন কর্মচারী জানান, তাদের সহকর্মীরা আটকা পড়েছেন। একজনের ভাইকে খুঁজে পাচ্ছেন না।

বেইলি রোডস্থ গ্রিণ কোজি কটেজ ভবনের নিচতলায় কাচ্চি ভাই রেস্তোরাঁর অবস্থান। ১৪ তলা এই ভবনে আরও পাঁচ-ছয়টি রেস্তোরাঁ আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ক্রমশ উপরের দিকে উঠছে। এতে করে ভবনের অন্যান্য ফ্লোরের ভাড়াটিয়ারাও আতঙ্কিত হয়ে পড়েছেন।

রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা লে. কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, ‘ফায়ারের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ভবনের ছাদে আটকা আছে বেশ কিছু লোক। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, রাত ৯টা ৫১ মিনিটের দিকে রেস্তোরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/এএম/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :