প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন চার নারীসহ সাতজন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হলেন আরও সাতজন। প্রতিমন্ত্রী হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।
শুক্রবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ারা হলেন- মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল ওয়াদুদ, মো. নজরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয় সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান ও বেগম নাহিদ ইজাহার খান।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ অদেশ অবিলম্বে কার্যকর হবে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।
জানা গেছে, শামসুন নাহার চাঁপা শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ফোন পেয়েছেন।ওয়াসিকা আয়েশা খান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে, ডা. রোকেয়া সুলতানা (সংরক্ষিত) স্বাস্থ্য মন্ত্রণায়লয়ের প্রতিমন্ত্রী হিসেবে এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের তিনবারের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ফোন পেয়েছেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গত ১১ জানুয়ারি শপথ নেওয়া আওয়ামী লীগ সরকারের বর্তমান মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। নতুন যুক্ত হলেন সাতজন।
(ঢাকাটাইমস/০১মার্চ/ইএস)

মন্তব্য করুন