শিল্পী সমিতির পিকনিকে হাতাহাতির ঘটনায় অভিনেত্রীর মামলা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৭:০০ | প্রকাশিত : ০৫ মার্চ ২০২৪, ১৬:৫৭

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের পিকনিকে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় মামলা হয়েছে। মেয়ের সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগে সোমবার মামলাটি করেছেন অভিনেত্রী ও শিল্পী সমিতির সদস্য নিশু।

যদিও কোন থানায় এবং কার কার নামে মামলা করেছেন, তা আগাম জানাতে চাননি এই অভিনেত্রী। তিনি বলেন, আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন। শুধু এটুকু জানিয়েছেন, সমিতিতে অভিযোগ দেওয়ার একদিন পার হয়ে গেলেও সমাধান না পেয়ে মামলা করেছেন তিনি।

নিশু বলেন, ‘বিষয়টি (হাতাহাতির ঘটনা) আমি শিল্পী সমিতিকে জানিয়েছি। নিপুণকে ফোনও করেছিলাম, কিন্তু সে রিসিভ ধরেনি। শাহনূর ও জেসমিন আমাকে কল করে বলেছিল, আমরা দেখতেছি। তারপর আর খবর নেই। একদিন পার হয়ে গেছে। নিপুণ একবার ফোন করতে পারত, কিন্তু করেনি। এটা আমাকে অনেক কষ্ট দিয়েছে।’

এই অভিনেত্রী বলেন, ‘আমি বিচার চেয়ে মামলা করেছি। এ নিয়ে মঙ্গলবার (আজ) সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলব।’

আক্ষেপ করে নিশু বলেন, ‘ঘটনার একদিন পার হয়ে গেলেও কেউ আমাকে সহযোগিতা করেনি। মামলা করার পর সবাই এখন সহযোগিতা করতে চাচ্ছে। আমি এখন আর তাদের সহযোগিতা নেব না। শিল্পী সমিতি আমাকে সহযোগিতা করেনি।’

কিন্তু সেদিন কী ঘটেছিল?

অভিনেত্রী বলেন, ‘বড়রা সবাই চেয়ার খেলা খেলতেছিল। সেখানে চেয়ারে গিয়ে আমার মেয়ে বসে। মেয়েকে না করেছিলাম ওখানে যেতে কিন্তু ও খেলার জন্য যায়। ছোট মানুষ ওতটা না বুঝে শখ করে গিয়েছিল খেলতে। পেছনে আঁখি নামের একজন ভদ্রমহিলা ছিলেন নাচের, আমি তাকে চিনি না। আর ছিলেন স্বপ্না।’

নিশুর অভিযোগ, ‘আমার বাচ্চা মেয়েটা চেয়ারে বসা মাত্রই থাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আমার মেয়ে উচ্চস্বরে কথা বলা মাত্রই থাপ্পড় দেয়। অকথ্য ভাষায় গালিগালাজও করে। আমি এগিয়ে গেলে আমার মাথার পেছনে আঘাত করে ওরা। তখন আমার মেয়ে ওদের ধরতে এগিয়ে যায়। তারপর আবার আমার মেয়ের গায়ে হাত দেয় আঁখির ৩৫ বছর বয়সি ছেলে।’

অভিনেত্রীর অভিযোগ, ‘যিনি গায়ে হাত দিয়েছেন তিনি শিল্পী সমিতির সদস্য না। কিন্তু আমার মেয়ের দুটি পরিচয়। প্রথমত নায়িকা নিশুর মেয়ে, দ্বিতীয়ত শাবনূরের ভাতিজি। আমি শিল্পী সমিতির একজন সদস্য হওয়া সত্ত্বেও সমিতি থেকে বিচার পাইনি।’

গত শনিবার মানিকগঞ্জের প্রিয়াঙ্কা শুটিং হাউজে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির এবারের পিকনিক। সেখানকার হাতাহাতির ৩ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায়, এক কিশোরীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একজন। এরপরই পরিস্থিতি মোড় নেয় ঝগড়ায়।

দুইজনের বাকবিতণ্ডায় শেষ পযন্ত ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। এতে এফডিসিতে থাকা শিল্পী সমিতির পিকনিকে উপস্থিতরা ঝগড়া ও হাতাহাতি ঠেকাতে এগিয়ে আসেন। রবিবার রাতে এমন ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ পেতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়তে শুরু করে নেটিজেনদের মধ্যে।

এ ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা চলে নেট দুনিয়ায়। অনেকে শিল্পী সমিতির এ পিকনিককে ‘সার্কাস পার্টি’ বলে কটাক্ষ করেন। অনেকে হাতাহাতির সঙ্গে জড়িত শিল্পীদের ব্যঙ্গ করে বলেন, ‘এরা নাকি আবার শিল্পী।’ অনেকে আবার মন্তব্য করেন, ‘জায়েদ খানের সাংগঠনিক দক্ষতাই ভালো ছিল।’

(ঢাকাটাইমস/০৫মার্চ/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :