এক ঘণ্টারও বেশি সময় পর সচল ফেসবুক

এক ঘণ্টারও বেশি সময় পর সচল হলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-মেসেঞ্জার। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকে লগইন স্বাভাবিক হয়েছে।
এর আগে রাত নয়টার দিকে বিশ্বজুড়ে গ্রাহকদের ফেসবুক আইডি লগআউট হয়ে যায়।
এদিন রাতে হঠাৎ ব্রাউজার ও অ্যাপ থেকে ফেসবুক, মেসেঞ্জার লগ-আউট হয়ে যায়। এরপর থেকে আর ব্যবহারকারীরা লগ-ইন করতে পারেননি। একই ধরনের সমস্যা ইনস্টাগ্রাম ও থ্রেডসেও দেখা গেছে। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ ধরনের জটিলতা দেখা যায়নি।
লগ-ইন স্বাভাবিক হলেও, মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাময়িক এ সমস্যার কোনো কারণ জানানো হয়নি।
(ঢাকাটাইমস/০৫মার্চ/ইএস)

মন্তব্য করুন