হাজীগঞ্জে উপ-নির্বাচন, মফিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে দোয়াত কলম প্রতীকে ৩ হাজার ১৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৭ ভোট।
শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার ফারুক হোসাইন।
এর আগে সকাল ৮টায় শুরু হয়ে একটানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে পুরুষের চাইতে নারী ভোটার সংখ্যা ছিল বেশী। চেয়ারম্যান পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ছিল ২১ হাজার ৪শ’ ২৪জন।
(ঢাকাটাইমস/০৯মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন