৪১৫ মেধাবী শিশু শিক্ষার্থী পেল নূরানী স্কলারশিপ পুরস্কার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৪, ২২:৪৯
অ- অ+

টাঙ্গাইলে ৪১৫ জন মেধাবী নূরানী শিশু শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার সনদ, সম্মাননা স্মারক ক্রেস্ট ও ইসলামিক বই বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ৫০ জন কৃতি শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার প্রদান করা হয়।

রবিবার সকালে উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে ভূঞাপুর উপজেলার মাদারিয়া ইমান আলী বাইতুল কোরআন বালক-বালিকা মাদরাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাহদী হাসান শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উত্তরা নোটারি ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম ঝন্টু।

এ সময় উপস্থিত ছিলেন- ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুলু, প্রতিদিনের টাঙ্গাইল’র সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর দারুল উলুম আসাদুজ্জামান খাঁন হাফেজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মাহফুজুর রহমান, ভূঞাপুর বাসস্ট্যান্ডে জামে মসজিদের খতিব মুফতি শহিদুল ইসলাম, ঘাটাইল শাহপুর তাহেরিয়া দারুল সুন্নাহ মাদরাসার মোহতামিম মুফতি আব্দুর রশিদ, গোপালপুর উপজেলার নলিন দারুস সালাম কওমি মাদরাসার মোহতামিম মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৬ সালে টাঙ্গাইলের ভূঞাপুর, গোপালপুর, ঘাটাইল, ধনবাড়ী, মধুপুর ও কালিহাতী ৬টি উপজেলার ১৫১ টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশন গঠিত হয়।

(ঢাকা টাইমস/১০মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
পুলিশকে অপহরণ করে ডাকাতদলের পলায়ন! অতঃপর যা ঘটলো
অবশেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশ স্টেশনে আট মাস আটকে থাকা বুচ ও সুনি
রাঙ্গুনিয়ার প্রবীণ আলেমে দ্বীন হাফেজ মাওলানা রুহুল আমিন আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা