স্বৈরাচারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হলেও টিকে থাকতে পারবে না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১২ মার্চ ২০২৪, ২১:০৬ | প্রকাশিত : ১২ মার্চ ২০২৪, ১৯:১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘স্বৈরাচার সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে টিকে থাকতে পারবে না। এ সরকারও টিকবে না। স্বৈরাচার এ সরকারকে একদিন বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ।’

মঙ্গলবার লেডিস ক্লাবে এতিম ও ওলামাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি।

ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ইফতার মাহফিলে শতাধিক এতিম বালক-বালিকা ও ওলামা মাশায়েখ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ইফতার মাহফিলে আসেন। এরপর তিনি মঞ্চে না গিয়ে সাংবাদিকদের জন্য সংরক্ষিত আসনে বসে পড়েন। তার সম্মানিত আসনে বসার জন্য বার বার মঞ্চ থেকে আহ্বান জানানো হলেও তিনি যাননি। পরে ইফতারের পূর্ব মুহূর্তে মঞ্চে গিয়ে বসেন গয়েশ্বর চন্দ্র রায়। কী কারণে এমন করলেন সেটি জানা যায়নি।

তবে এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি সব সময় আমন্ত্রিতদের সঙ্গে ইফতার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই এখানে বসেছি।

সভাপতির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বৈরাচার, জুলুমবাজ সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে টিকে থাকতে পারবে না। এ সরকারও টিকবে না। স্বৈরাচার এ সরকারকে একদিন বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইফতারে অনেক পরিবর্তন এসেছে বলে জানান তিনি।

স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, স্বাধীন দেশের ওপর কেউ মাতব্বরি করতে পারবে না। দেশের মানুষ একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বাস করবে। বাংলাদেশকে ছোট করে কেউ কোনো দিন কিছু করতে পারবে না। এই দেশ তৈরি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

(ঢাকাটাইমস/১২মার্চ/জেবি/ইএস/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল, অভিযোগ রিজভীর

নেত্রীর জন্য জান নয়, সিদ্ধান্ত মানুন: দীপু মনি

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি, আ. লীগ করে চুরি: ইশরাক

লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: রিজভী

জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা বলতে হবে: ওবায়দুল কাদের

শেখ জামালের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

ভোটবিহীন সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে: মুজাহিদুল ইসলাম

কারাবন্দি নেতাদের বাসভবনে বিএনপি নেতা সালাম

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তিদেরকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে আলোচনা করা উচিত: ভিপি নুর

উপজেলা নির্বাচন সরকারের একটি ফাঁদ: প্রিন্স

এই বিভাগের সব খবর

শিরোনাম :