সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা হত্যার দায়ে অভিযুক্ত ছেলের

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১১:৩১ | প্রকাশিত : ১৩ মার্চ ২০২৪, ০৯:২০

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা হত্যার দায়ে অভিযুক্ত ছেলে নাঈম ফকিরের (২২)।

মঙ্গলবার (১২ মার্চ) রাত ৮টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার কিবরিয়া ফকিরের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন নাঈম। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নাঈম নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ ডিসেম্বর বাবা-মায়ের কলহের জেরে বাবা কিবরিয়া ফকিরকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে নাঈম। ওই দিন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবার মৃত্যু হয়। এ ঘটনায় ১২ ডিসেম্বর নিহত কিবরিয়ার ভাই মো. দেলোয়ার ফকির (৬৬) বাদী হয়ে নাঈমকে একমাত্র আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিন ১৩ ডিসেম্বর সকালে নাঈমকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ এর একটি দল। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। নাঈম ওই মামলায় জামিনে ছিলেন।

(ঢাকা টাইমস/১৩ মার্চ/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :