সোনাগাজীতে শয়নকক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফেনীর সোনাগাজীতে নিজ ঘরের শয়নকক্ষ থেকে ইয়াসমিন আক্তার (২৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবা দাবি করছেন, মেয়েকে হত্যা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বাদাদিয়া গ্রামের রমজান আলী মিস্ত্রি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন ওই বাড়ির ওমান প্রবাসী মেহেদী হাসানের স্ত্রী।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে ওই বসতঘরের শয়নকক্ষের বিছানার ওপর থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে বাড়িতে কেউ না থাকায় কীভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানায়, গৃহবধূর স্বামী দীর্ঘদিন ওমানে থাকেন। তার একটি পুত্র সন্তান রয়েছে। গৃহবধূর মৃত্যুর পর তার স্বামীর পরিবারের সবাই পালিয়ে গেছে। তবে গৃহবধূর বাবা সোনাগাজী সদর ইউনিয়নের ছুট্টু মিয়া দাবি করছেন তার মেয়েকে শশুর বাড়ির লোকজন হত্যা করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ বলেন, কীভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এসআইএস)

মন্তব্য করুন