এক কেজি চালের দামে এক হালি লেবু 

লিটন মাহমুদ, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১০:২৪ | প্রকাশিত : ১৮ মার্চ ২০২৪, ১০:২৩

সারা বছর সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বেড়েছে রমজানে। বিশেষ করে ইফতারে চাহিদা রয়েছে এমন দ্রব্যের। এসব দ্রব্যের মধ্যে চলতি রমজানে বাজারে দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবাক করেছে লেবু।

ইফতারে শরবত তৈরির অন্যতম অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয় লেবু। চাহিদা বিবেচনায় এ বছর রমজান শুরুর একদিন আগে থেকেই রাজধানীতে বিক্রেতারা লেবুর দাম বাড়িয়েছেন ইচ্ছেমতো।

রবিবার ৬ষ্ঠ রোজায় রাজধানীর কারওয়ান বাজারের খুচরা দোকানগুলোতে আকারভেদে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত প্রতি হালি লেবু বিক্রি হতে দেখা যায়। যা কিনা বিগত বছরগুলোতে ১৫ থেকে সর্বোচ্চ ৪০ টাকায় বিক্রি হয়েছে। লেবুর বাজারে এমন হুলুস্থুল কাণ্ডে ক্ষোভ প্রকাশ করছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা। তারা বলছেন, বর্তমান বাজারে এক হালি লেবুর দামে এক কেজি চালের পাওয়া যায়। আর বিক্রেতারা বলছেন, মৌসুম না হওয়ায় বাজারে লেবুর সরবরাহ কম। এজন্য লেবুর দাম বেড়েছে।

এদিন কারওয়ান বাজারে চার দোকান ঘুরে দুই হালি লেবু কিনেছেন রবিউল ইসলাম। ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘রোজার আগে যে লেবু ৩০ টাকা হালি কিনেছি তা আজ ৮০ টাকা করে কিনতে হলো। শুধু লেবু না অনেক সবজির দামই এমন বেড়েছে। স্থানীয় প্রশাসন সঠিকভাবে বাজার তদারকি করলে এভাবে পণ্যের দাম বাড়ানোর সাহস ব্যবসায়ীরা করতে পারতেন না।’

এই বাজারে ইফতার সামগ্রী কিনতে আসা জব্বার ফকির ঢাকা টাইমসকে বলেন, ‘লেমুর দামও অহন ৬০ ট্যাহা হালি। এহন ৬০ ট্যাহা দিয়া চাউল কিনুম না লেমু কিনুম বুজতাছিনা।’

কারওয়ান বাজারের খুচরা লেবু বিক্রেতা আব্দুল মান্নান বলেন, ‘লেবুর মৌসুম কেবল শুরু হয়েছে। ফলে বাজারে লেবু তুলনামূলকভাবে কম। এর মধ্যে আবার রমজান মাস। তাই কাটতিও বেশি। দুইয়ে মিলে যথারীতি লেবুর দাম বেড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘রোজার প্রথম দু-তিনদিনের তুলনায় লেবুর দাম কিছুটা কমেছে। রোজা আরও কয়েকটা গেলে দাম আরও কমে যাবে।’

মোবারক নামের আরেক সবজি বিক্রেতা বলেন, ‘রোজা এলেই একশ্রেণির ক্রেতারা পণ্য কিনে ফ্রিজ ভর্তি করা শুরু করেন। এতে সরবরাহ ব্যবস্থায় চাপ পড়ে। এ ছাড়া অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটও রয়েছে। যার প্রভাবে বেড়েছে লেবুর দাম।’

(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএম/এআর)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :