দক্ষিণ কোরিয়ায় ব্লিঙ্কেন, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৪, ১১:৪০
অ- অ+

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত ‘গণতন্ত্র’ সম্মেলনের মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ঠিক সেই সময়ই উত্তর কোরিয়া তার পূর্ব জলসীমার দিকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। খবর আলজাজিরার।

সোমবার মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগরের (জাপান সাগর নামেও পরিচিত) দিকে একটি অনির্দিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

জাপানের কোস্ট গার্ড, যারা উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে, বলেছে যে বস্তুগুলো ইতিমধ্যেই পড়ে গেছে বলে মনে হচ্ছে।

এদিকে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই ব্লিঙ্কেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গণতন্ত্রের জন্য শীর্ষ সম্মেলনের উদ্বোধনী মঞ্চে উঠেছিলেন।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া ১১ দিনের তথাকথিত ‘ফ্রিডম শিল্ড’ যৌথ সামরিক মহড়া শেষ করার কয়েকদিন পর এই উৎক্ষেপণ করা হয়েছে।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা করে আসছে, এগুলোকে আক্রমণের মহড়া বলে অভিহিত করেছে।

পিয়ংইয়ং এই মাসের শুরুর দিকে সতর্ক করেছিল যে সিউল এবং ওয়াশিংটন এই বছরের ফ্রিডম শিল্ড ড্রিলের জন্য ‘চরম মূল্য’ দিতে হবে, যেটিতে গত বছরের তুলনায় দ্বিগুণ সৈন্য জড়িত ছিল। প্রায় ২৭ হাজার মার্কিন সৈন্য দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে, যেখানে মহড়া হয়েছিল।

প্রসঙ্গত, উত্তর কোরিয়া নতুন বছরে তাদের দেশের অস্ত্র পরীক্ষা কার্যক্রম জোরদার করেছে। এসবের মধ্যে রয়েছে তাদের কথিত ‘পানির নিচে চালিত পরমাণু অস্ত্র ব্যবস্থা’ এবং সলিড জ্বালানি চালিত হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ং পীত সাগর অভিমুখে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর মাত্র কয়েকদিন পর এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডে মাথায় পাথরের আঘাতে যুবককে হত্যা
জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা