নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৪, ২১:১৯
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আদমজী-চাষাঢ়া সড়ক বন্ধ করে আন্দোলন করেছে শ্রমিকরা।

সোমবার (১৮ মার্চ) বিকাল চারটায় সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলের শ্রমিকরা এ বিক্ষোভ প্রদর্শন করেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বন্ধ করে দেওয়া শারমিন স্টিল মিলস লিমিটেড অবিলম্বে চালু করা, বকেয়া মজুরি পরিশোধ, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছে। প্রায় আধাঘন্টা তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শারমিল স্টিল মিলে প্রায় শতাধিক শ্রমিক কাজ করতো। গত দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। তাদের এই বেতন পরিশোধ না করেই গত ফেব্রুয়ারি মাসে স্টিল মিলটি বন্ধ করে দেওয়া হয়। মালিক কর্তৃপক্ষ বারবার তাদের বেতন বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত বেতন পরিশোধ করা হয়নি। ফলে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। বাধ্য হয়ে বেতনের দাবিতে তারা সড়কে নেমেছেন।

এ বিষয়ে শারমিন স্টিল মিলের মালিকপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে আসা শিল্পাঞ্চল পুলিশ (অঞ্চল-৪) নারায়ণগঞ্জের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদ বলেন, সড়ক অবরোধ করে আন্দোলন করায় যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছিল। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তাদের বেতন বুঝিয়ে দেওয়ার বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলবো।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা এই আন্দোলন করেন। খবর পাওয়া মাত্রই আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা