বাঁধন কি পারবে এশা খুনের রহস্যভেদ করতে?

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৪, ০৯:২৭
অ- অ+

ক্যারিয়ারের মধ্য গগণে এসে একের পর এক চমক দিয়ে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেই ধারবাহিকতায় এবার তিনি হত্যা মামলার রহস্য উদঘাটনের দায়িত্বে। অর্থাৎ, বাঁধন একজন চৌকস পুলিশ অফিসার। ‘এশা মার্ডার: কর্মফল’ নামে সিনেমায় এমন চরিত্রে দেখা যাবে তাকে।

এই সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে সেটির টিজার। এক মিনিটের টিজারটি শেয়ার করেছেন পরিচালক সানী সানোয়ার এবং অভিনেত্রী বাঁধন। সানি সানোয়ার প্রশ্ন রেখে লিখেছেন, ‘বাঁধন কি পারবে এশা খুনের রহস্যভেদ করতে?’

এরই মধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে বাঁধনের নতুন এই সিনেমার টিজার। সেখানে দেখা গেছে, একই জেলায় খুন-ধর্ষণের শিকার হন অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিন মেয়ে। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার লিনা ওরফে বাঁধনের ওপর।

টিজারের শেষে ‘এশা মার্ডার: কর্মফল’-এর মুক্তির দিনও জানানো হয়। তথ্য মতে, ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। তবে সিনেমা মুক্তির আগেই পুলিশ অফিসার চরিত্রে দুর্দান্ত অভিনয়ের ঝলক দেখেই বাঁধনকে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত-সহকর্মীরা।

এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে চমক দেখিয়েছেন বাঁধন। এই সিনেমার মাধ্যমে তাকে নতুন করে চিনতে শুরু করেন সিনেপ্রেমীরা। ২০২১ সালে ‘কান চলচ্চিত্র উৎসব’-এ যায় ‘রেহানা মরিয়ম নূর’। যার জেরে দেশ-বিদেশে প্রচুর প্রশংসা, পুরস্কার এবং সম্মান পান বাঁধন।

এরপর ওপার বাংলার সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ দিয়ে নতুন চমক সৃষ্টি করেন অভিনেত্রী। আরও এক ধাপ এগিয়ে গত বছর বাঁধনের অভিষেক হয় বলিউডে। কাজ করেন ‘খুফিয়া’ নামে একটি সিনেমায়। সেখানেও প্রশংসিত হয় বাঁধনের সাবলিল অভিনয়।

(ঢাকাটাইমস/২০মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু 
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা