চাঁদপুরে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

​​​​​​​চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ১৫:৫১
অ- অ+

চাঁদপুরে ৪ কেজি গাঁজাসহ রেজাউল শেখ (৩৭) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে শহরের ওয়ারলেছ মোড়ের পুলিশ বক্সের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত রেজাউল শেখ গোপালগঞ্জ জেলার হরিদাসপুর গ্রামের মৃত গফ্ফার শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে শহরের ওয়ারলেছ মোড়ের পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে রেজাউল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাঁধে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বিক্রির কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২১মার্চ/প্রতিনিধি/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা