প্রথম সংসার ভাঙা নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন স্বাগতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১২:৩৩
অ- অ+

চলতি বছরের ২৪ জানুয়ারি দ্বিতীয়বার সংসার পেতেছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। তার বর্তমান স্বামী লন্ডন প্রবাসী ড. হাসান আজাদ। কিন্তু এই বিয়ের পর থেকেই সামাজিক মাধ্যমে নানা কটাক্ষের শিকার হচ্ছেন স্বাগতা। অভিনেত্রীর প্রথম সংসার ভাঙার জন্য তাকেই দায়ী করে চলেছেন কিছু নেটনাগরিক।

এ নিয়ে এতদিন মুখে কুলুপ এটে ছিলেন স্বাগতা। বলছিলেন না কিছুই। অবশেষে তিনি মুখ খুললেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় তাকে নিয়ে করা কটাক্ষের মোক্ষম জবাব দিয়েছেন স্বাগতা। প্রথম সংসার কেন ভেঙেছিলেন, তার কারণও ব্যাখ্যা করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।

স্বাগতার কথায়, ‘বিয়ের আগে জীবন থাকে এক রকম। আবার সংসার জীবনে পা দেওয়ার পর জীবন হয়ে যায় অন্য রকম। অনেক সময় দুটি জীবনের ব্যবধান হয় অনেক বেশি। দেখা যায় একসঙ্গে সংসার করা কঠিন হয়ে যায়।’

প্রশ্ন রেখে অভিনেত্রী বলেন, ‘আমাদের একটাই জীবন। যদি কোনো মানুষ আপনার জীবনকে নরক বানিয়ে বসে, জীবিত অবস্থায় আপনার সঙ্গে খারাপ অনেক কিছু ঘটে, তাহলে তার সঙ্গে কি সংসার করতে পারবেন? অবশ্যই পারবেন না।’

স্বাগতা জানান, তাদের বিয়ে হয় ২০১৫ সালে। প্রথম বিয়ের সাত বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটতে হয় তাকে। সাত বছর সংসার করতে গিয়ে মানসিক ও শারীরিকভাবে তাঁকে চাপের মধ্যে থাকতে হয়েছে। যে কারণে একসময় তাকে বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

তার দাবি, ‘আমি আমার স্কুলের বন্ধুদের মধ্যে একমাত্র সেলিব্রিটি। আমার স্কুলের বন্ধুদের মধ্যে সবার পরে আমার ডিভোর্স হয়েছে। আমার ক্লাসের ৮০ ভাগ মেয়ের ডিভোর্স হয়ে গেছে। তারা তো সেলিব্রিটি না। শুধু আমাদের সঙ্গে ঘটলেই আপনারা উল্টাপাল্টা মন্তব্য করেন।’

অভিনেত্রীর অভিযোগ, ‘আপনাদের মন্তব্যের কারণেই আমি সেলিব্রিটি হয়েও সাত বছর মার খেয়েছি, মা-বাবাকে নিয়ে যা ইচ্ছা তাই শুনেছি। তারপরও আমি সম্পর্ক থেকে বের হতে চাইনি। কারণ, আপনারা গালিগালাজ করবেন। কষ্ট করেও আমি সংসার করতে চেয়েছি। আমি ধৈর্য ধরেছি। চেষ্টা করেছি যেন সব ঠিক হয়ে যায়।’

কিন্তু তা হয়নি বলে জানান স্বাগতা। তিনি বলেন, ‘উপলব্ধি হয়েছে, একটাই জীবন। আপনাকে মেরে ফেলার অধিকার কারও নেই। কেউ আপনার গায়ে হাত দিতে পারে না। এটার প্রতিবাদ আমি শৈশব থেকে করে এসেছি। তারপরও আমি সাত বছর এত কিছু সহ্য করেছি।’

স্বাগতার প্রথম স্বামীর নাম রাশেদ জামান। তিনি বিনোদন জগতের কেউ নন। ২০১৭ সালে বিয়ে হয়েছিল রাশেদ-স্বাগতার। সেই সংসার ভাঙে ২০২২ সালে। ওই বছরই ঢাকার একটি ক্লাবে তার সঙ্গে পরিচয় হয় ড. হাসান আজাদের। গত বছর তারা বিয়ের ঘোষণা দেন। তাদের চার হাত এক হয় এ বছরের জানুয়ারিতে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান
নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের গুলিবর্ষণে ৩ ভারতীয় নিহত
ভারতের যুদ্ধের নাম ‘অপারেশন সিঁদুর’ , পাকিস্তানের ‘নারায়ে তাকবির’, জানুন নামকরণের কারণ
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা