বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৩:৩৪ | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ১২:০১

নতুন উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হককে বরণ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সকাল থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, সব কর্মকর্তা-কর্মচারী ফুলের মালা নিয়ে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়েছেন।

বিএসএমএমইউ উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হচ্ছে আজ।

ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, নতুন উপাচার্যকে বরণ করতে সবার ভেতর উদ্দীপনা কাজ করছে। সবাই ফুল হাতে নিয়ে অপেক্ষা করছেন উপাচার্য দীন মোহাম্মদ নূরুল হকের জন্য। প্রস্তত রাখা হয়েছে ব্যান্ড পার্টিকেও।

দেশের সবচেয়ে বড় চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানটিতে উপাচার্য পদে তিন বছর দায়িত্ব পালন করেছেন শারফুদ্দিন আহমেদ। এ পদের নতুন দায়িত্ব নিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।

জানা গেছে, দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে বর্তমান উপাচার্যের বিদায় ও নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/টিআই/এফএ)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :