ফের রাজনীতিতে গোবিন্দ, কংগ্রেস ছেড়ে ভিড়লেন শিবসেনায়

দীর্ঘ বিরতির পর আবারও রাজনীতিতে ফিরে এলেন বলিউডের নব্বইয়ের দশকের সুপারস্টার নায়ক গোবিন্দা। বৃহস্পতিবার (২৮ মার্চ) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে তিনি শিবসেনায় যোগ দিয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফ থেকে একটি প্রতিবেদনে জানানো হয়েছে, কিছুদিন আগেই একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছিলেন গোবিন্দ। সেই মিটিংয়ের পরই তিনি শিবসেনায় যোগ দিলেন।
গোবিন্দ এদিন রাজনীতিতে পুনরায় যোগ দিয়ে বলেন, ‘আমি মন দিয়ে ভালো করে কাজ করব। শিল্পের উন্নতির দিকে নজর রাখব।’ একই সঙ্গে তিনি জানান মুম্বাই এখন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। একনাথ শিন্ডের জন্যই সেটা সম্ভব হয়েছে।
এছাড়া অভিনেতা জানান, তার বাবা মায়ের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের খুব ভালো সম্পর্ক ছিল। তবে কি এবার ফের নির্বাচনে লড়বেন গোবিন্দ? সেই বিষয়ে তিনি কোনো উত্তর দেননি।
অন্যদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন কোনো শর্ত ছাড়াই গোবিন্দ শিবসেনায় যোগ দিয়েছেন। বৃহস্পতিবার মুম্বাইয়ের বালাসাহেব ভবনে এই অনুষ্ঠান হয়। শোনা যাচ্ছে, ২০০৪ সালের মতো তিনি এবারও উত্তর মুম্বাই কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন।
(ঢাকাটাইমস/২৮মার্চ/এজে)

মন্তব্য করুন