জন্মদিনে সিয়ামকে প্রশংসায় ভাসালেন ‘বিশ্বসুন্দরী’ পরীমনি

ঢালিউডের এই সময়ের অত্যন্ত সম্ভাবণাময়ী একজন নায়ক সিয়াম আহমেদ। আজ শুক্রবার তার জন্মদিন। পিরোজপুরের ছেলে সিয়াম জন্মেছিলেন ১৯৯০ সালের ২৯ মার্চ। বিশেষ এ দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
শুধু তাই নয়, সিয়ামকে প্রশংসায়ও ভাসালেন অভিনেত্রী। সহকর্মীকে একজন গোছানো মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন পরীমনি।
শুক্রবার সকাল সাতটার দিকে নায়িকা তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিয়ামের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। একই ছবি পোস্ট করে গত বছরও তিনি সিয়ামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। ছবিটি তখন তোলা, যখন সিয়াম ও পরীমনি তাদের ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটির জন্য প্রথম সাক্ষাৎ করেছিলেন।
গত বছরের পোস্টটি পুনরায় শেয়ার দিয়ে এদিন পরীমনি ক্যাপশনে লিখেছেন, ‘ডিয়ার Siam Ahmed আমি সারা জীবন তোমাকে এই ছবিটা দিয়েই তোমার বার্থডে উইশ জানাবো! এই ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মোমরি।’
নায়িকা লিখেছেন, ‘প্রতি বছর ঘুরে ঘুরে ঠিক এই দিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাববো, আমরা বড় হচ্ছি! আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে, পারিবারিক ভাবে সখ্যতা বাড়ছে। আমরা দুজনেই বাবা-মা হয়েছি। এখন শুধু দারুণ দারুণ কাজ হবে। আমরা কাজেও অনেক বড় হবো দেখো, ইনশাআল্লাহ।’
সিয়ামকে গোছানো মানুষ উল্লেখ করে পরীমনি আরও লিখেছেন, ‘আমার দেখা একজন গোছানো মানুষ তুমি। জীবনে, সংসারে। দায়িত্ববান, সৎ, পরিশ্রমী একজন ভালো মানুষ। সুস্থতা নিয়ে অনেক আনন্দে বাঁচো। হ্যাপি বার্থডে। পোস্টের শেষে নায়িকা দিয়েছেন একটি লাভ ইমোজি।’
প্রসঙ্গত, ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছিলেন সিয়াম ও পরীমনি। সেটি পরিচালনা করেছিলেন চয়নিকা চৌধুরী। ২০২০ সালের ১১ ডিসেম্বর মুক্তি পায় ‘বিশ্বসুন্দরী’। সেখানে দর্শকের মন ভরিয়েছিল সিয়াম-পরীমনির রসায়ন। সিনেমাও হয়েছিল ব্যবসাসফল।
(ঢাকাটাইমস/২৯মার্চ/এজে)

মন্তব্য করুন