মিজান মালিকের কথা ও সুরে ‘মায়া’ গানে পারভীন লিসা

বছর ঘুরে আবার আসছে ঈদ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। উৎসবটিকে কেন্দ্র করে মুক্তি পায় সিনেমা, নাটক এবং গান। এগুলো ঈদ বিনোদনের অন্যতম উৎস। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে একসঙ্গে দুটি মৌলিক গান নিয়ে আসছেন প্রতিভাবাণ সংগীতশিল্পী পারভীন লিসা। এর মধ্যে একটি গানের শিরোনাম ‘মায়া’।
`মায়া'র কথামালা সাজিয়েছেন সাংবাদিক, কবি, গীতিকার ও সুরকার মিজান মালিক। সঙ্গে সুরও দিয়েছেন। মিজান মালিকের সঙ্গে পারভীন লিসার এটি প্রথম কাজ। গানটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাসার পঙ্কজ।
গানটি প্রসঙ্গে পারভীন লিসা বলেন, ‘এটি মিজান ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। চমৎকার মানুষ তিনি। তার লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই। গানটি রিলিজ হলে বাকিটা আপনারাই শুনে দেখবেন।’
এই সংগীতশিল্পী জানান, ঢাকার দুটি মনোরম লোকেশনে ‘মায়া’ গানটির আউটডোর শুটিংয়ের কাজ চলছে। ঈদের আগের দিন চাঁদ রাতে গানটির মিউজিক ভিডিও রিলিজের কথা রয়েছে।
অন্যদিকে, গীতিকার সুরকার ও সংগীতশিল্পী পলাশ লোহর কথা ও সুরে পারভীনের আরেকটি গান রিলিজ হচ্ছে এই ঈদে। যেটির শিরোনাম ‘ভালোবাসার রং লাগাইয়া’। ইতোমধ্যে গাজীপুরের পুবাইলে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন পারভীন।
এই গানটির মিউজিক করেছেন বেলাল হোসাইন চঞ্চল। ভিডিও ধারণ করেছেন খলিল শেখ। পারভীন বলেন, ‘বর্তমান ট্রেন্ডের কথা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। চটকা তালের এই গানটি সব বয়সি শ্রোতাদের ভালো লাগবে।’
চমকপ্রদ বিষয় হলো, দুটি গানেই মডেল হিসেবে হাজির হবেন স্বয়ং পারভীন লিসা। তিনি বলেন, ‘আমি আশাবাদী যে, দুটি গানই সবার মনে খুব তাড়াতাড়ি জায়গা করে নিতে পারবে।’ ঈদের পর আরও কিছু নতুন গানের কাজ শুরু করবেন বলেও জানান এই শিল্পী।
(ঢাকাটাইমস/২৯মার্চ/এজে)

মন্তব্য করুন